কিছু লাল গোলাপ
হলুদ বসন্তের পলাশ, শিমুল
জেগে উঠছে ঠোঁটের পাশের পুকুরে।
এ পুকুরে অনেক কাল আগে
বন্য লাবণ্য এসে
জল খেতো।
কয়েকটা ময়ূর উড়ে আসত
সাপের খোঁজে।
এখন এ চত্ত্বরে বিল্ডিং,
শপিং মল।
বড্ড দূষিত বায়ু।
গোলাপের লাল রং কালো গোলাপে পরিণত হয়েছে।
জেগে উঠেছে ভাবনাহীন নারী চোখ
স্বাধীনতার নতুন আস্বাদে।