শীত দিনে অনেক কাজ লেগে রয়েছে
অমরত্বের আদি কথায়।
সে গ্রন্থ খুঁজতে বেরিয়ে
জ্ঞানের আধার খুঁজে না পেলে
এসে বসো এই ছায়ায়।
বড্ড সুন্দর এক গন্ধ
ছড়িয়ে রয়েছে এই পাহাড়ে।
পাহাড়ের নাম চাঁদ পাহাড়,
পৃথিবী নামক গ্রহটি
অনেক আগেই ধ্বংস হয়েছে
লোভ নামক রীপুর হাতে।