অনেকবার ভেবেছি
আর বাংলায় ফিরব না।
ও দেশের মানুষের দল
বড্ড মেকী, কুৎসিৎ।
তারপর আবার সমস্তটুকু
ভুলেছি,
ফিরেছি বাংলায়,
বাংলা ভাষায়।
অবসর নৈমিত্তিক।

এখন শুধু ভালোবাসা
বাংলা ভাষায় তোমাকে
কাছে টেনে
বারংবার চুমু খাওয়া।