মৃত্যু আর জন্মদিন পাশাপাশি এসে দাঁড়ায়।
রাগ দুঃখ আনন্দের মাঝে
ক্যাকটাসে ফুটে ওঠে সুরবাগিচা।
আনন্দসৌরভ, বিরহক্লান্তি,
শব্দগন্ধের বারুদ, বুকের অংশ
ছিন্নভিন্ন করে তৈরি করে নতুন সৌরজগৎ।

জন্ম নেয় নতুন আশা, ভরসা
আত্মতৃপ্তির ঘুম, স্বপ্নের বারি ধারা
ঝরনা, কৌতুহল।

শীতলতার এক সকালরাত।

এগিয়ে যাওয়া সময় জেগে থাকে,
আস্তরণের এই শহরে
স্মৃতির নদী প্রাচুর্য্যে।