এগিয়ে আসছে সময়
এগিয়েছে মনের ভিতর ভয়।
অর্জিত সব কিছুতেই
জেগে থাকাই যে সংশয়।
এড়িয়ে যাচ্ছি রোজ
জীবনের যত খোঁজ,
সফলতা এমনই সত্য
অসত্যেরই মহাভোজ।
যা কিছু রয়েছে বেঁচে
যা কিছু থাকবে রোজদিন,
আমার এই ভালোবাসাগুলো
আসলে বড্ডরকমই প্রাচীন।
নতুন করে জানতে চাইছি কেন
নতুন করে জানার কী বা আছে
যা জানছি আজ, প্রকৃতিরই কাছে
ভাবনা মায়ায় সবটুকুই তো নাচে।