অদৃশ্য সুতো নাচিয়েই চলেছে।
অসমাপ্ত জীবনে
লাইফ সার্টিফিকেটের মতো নতুন চশমা
দেখছে, কতটা নাচতে পারি,
অসময়ে, সময়ে।
চাউমিনের প্লেটে এখনও
চিলি চিকেনের শেষ টুকরোটা
মনে করিয়ে দেয়
আবার নাচতে হবে
ওষুধ খাওয়া জীবনে।
জীবনে বাঁচতে হলে উত্তর হলো ওষুধ।
অদৃশ্য সুতো নাচিয়ে চলেছে
লাইফ সার্টিফিকেটের মতো
রাগে অনুরাগে।