দিনরাতের মাঝে কৌতুহল দাঁড়িয়ে,
সূর্য ডোবার আগে সূর্য ওঠে পাতলা মাছের ঝোলে।
এখানে মাংসের কষা নয়,
রবিবার জুড়ে জেগে ওঠে করলা নদী
উত্তাল বর্ষা আর কিং সাহেবের গন্ধরা।
স্মৃতি বিস্মৃতির মাঝে
জেগে থাকে চিরন্তন তিস্তার বানভাসী
অসহায় মুখের ভিড়।
খমক বাজিয়ে যে বাউল চলে গেছে
সেও জানে দিনরাতের মাঝে কৌতুহল জেগে
যেমন মৃত্যুজন্মের মাঝে নরম আদর
চুমুর মতো ফোটায় ফুল
চোখের কণায় অশ্রুবিন্দুতে।