স্রোত কথার বিসর্জন লেগেছে বায়বীয় জীবনে
সব ধর্ম মিশে যায় হাওয়াতে, প্রার্থনা ও আজানে।
বৃষ্টি বহুযুগ ধরেই জেগে ওঠে ধ্বংসযুদ্ধের দেশে
দূষিত সমস্ত জল সমুদ্রতেই এসে ঠিক মেশে।
জেগে থাকি বহুদিন, জেগে থাকে সূর্যের আলো
যুদ্ধ শেষের চারাগাছ, অভিভাবকহীন শিশুর কালো।
দহন লেগেছে পৃথিবীতে, মানুষ তাও উৎসববাসী
যতই ভুলে থাকি, মানুষ আসলে মৃত্যু প্রবাসী।