চেনা মানুষ চুপ করে যায়,
মৃত্যুর মতো ছায়া ধূসর বটগাছ
জেগে ওঠে চাঁদ গ্রহণের রাতে।
এখন কোজাগরী ঘুমিয়ে,
কুসংস্কাররা জেগে উঠেছে
পুকুরের জলে, প্রতিবাদী ভাষায়
সাদা লক্ষ্মী প্যাঁচা, বলে গেল
কাকে খুঁজছ,
সে আর নেই,
সে কোনকালে ছিল না,
প্রতিবাদ ঘুমিয়ে রয়েছে
অনেককাল
পারমাণবিক বোমা আবিষ্কারের
মুহূর্ত থেকেই।