রোজই মৃত্যুর সাথে দেখা হয়।
মৃত্যু পাশ কাটিয়ে চলে যায়।
মৃত্যুকে দাঁড় করাই
কথা বলি, কিন্তু কিছুই বুঝতে চায় না।
সে চলে যায়।
আমি চিৎকার করে বলি
আমাকেও নিয়ে চলো,
সে হাসে। আরও কষ্ট পেতে হবে।
আরও কষ্ট না পেলে
সোনা খাদ মুক্ত হয় না।
দাঁড়িয়ে আছি। দূরে চলে যাচ্ছে মৃত্যু ও কবিতা।