কাজ কতটা সঠিক,
নির্ভুল রহস্যভেদের সংকীর্ণতায়
ভুলে যাই, কতটুকু করতে হয়।

নির্ভেজাল কূপের অন্ধকার
এই কাজ করে উঠতে পারে না।

জীবন এমনই।
জীবন এমন ভাবেই শিখিয়ে চলে
জটিলতার শীর্ষ অস্তিত্ব।