মৃতের কিছু কথাগুচ্ছ মনে পড়ে
শরীরহীন জেগে থাকা ছবি কথা,

বড্ড ঘৃণা জাগে ঐ অবাঞ্ছিত
স্বপ্নময় সফলতা স্থির জেগে থাকা।

আজ ফিরেছি বাস্তবচক্রের জগৎ জুড়ে।