মৃত হাঁসের মতো ভেসে চলেছি
বৃষ্টিঠান্ডায় সবুজ প্রান্তরে গাঙচিল নেই,
মরার পড়ে ধুলি সাদা বক
জড়িয়ে ধরছে অবশিষ্ট গর্বকে।
আমি নেই, আমি কখনই ছিলাম না।
ছিল শুধু সময়, শহর, নামকাল।
মরার পড়ে যে ভাঙা ঘড়ি পরতাম
তাও সংগ্রহ নিয়ে বিবাদ।
এখন আর কিছুই অনুভব করতে পারি না,
ভেসে চলেছি মাছেদের মতোই বায়ুতে।
মরার পড়ে গালাগাল বন্ধ হয়েছে
পড়ছে খুঁজে খুঁজে আস্তাকুড়ের কাব্য
স্মৃতিতে ফিরে পাবে বলে...