কাল ফোন করে জানতে চাইলেন
সফলতার সিঁড়ি কোথায় পাবেন!
এতো দোকান,
বিকিকিনি চলতেই থাকে দিবারাত্র
তবু এই সৈকত সমুদ্রে,
অ্যান্টার্কটিকা একবারও এসে দাঁড়ায় না।
ভাঙা জীবন, মৃত ধৈর্য,
সফলতার উত্তরসূরী
সমস্ত আলো
ধীরে ধীরে গ্রাস করে ঘুম।
তারপর আর সকাল আসে না,
রোদচশমাতেও সব জ্যোৎস্না আলো,
সবটুকুই রাত্রি।
কুয়াশামাখা এক জীবন পিছনের দিকে,
সফলতা এটুকুই, আমি শ্বাসপ্রশ্বাস নিচ্ছি
চন্দ্রযানের মতো মমি হয়ে যায়নি
উন্নতির কচকচানিতে।