অনেক চিৎকার করলাম
রাস্তার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করেছি
কেউ এগিয়ে আসেনি,
আসছেও না।
অবাক কান্ড,
দুটো মিডিয়ার গাড়ি আসতেই
ভিড় বাড়তে লাগল,
কিন্তু ততক্ষণে
সব শেষ,
সে আর নেই...

যতক্ষণ চিৎকার করলাম
মিডিয়া আসেনি বলে
কেউ এগোয়নি,
এখন জল, অ্যাম্বুলেন্স সব আছে
শুধু সেই নেই।