মেলাতে পারিনি অনেককিছুই
চুপিসারে দেখেছি গোধূলী নৌকো,
জীবন আসলে গোলাকার নয়
তোমার আমার এই চৌকো।
আরোগ্যলাভ কেমন হয়!
কতটা বেরঙিন জীবনরং।
আসলে সময়হীন সময়ে
শরীরে মেখেছি মিথ্যা সঙ।
আচরণের মতো বরফ জমেছে
পাহাড়মালায় লেগেছে শীতগান,
কোট আনকোট করতেই হবে
অনেককিছুর হাসির স্নান।
মাছপাগল এক জাতি,
শেষ হয়ে গ্যাছে রোজ
চলে গেলেই খোঁজ নেয়,
ভালোথাকার সাজগোজ।
অনেক কিছুই ওখানে ভালো
পুরোনোই ফিরছে বৃদ্ধাশ্রমে,
বুড়োবুড়ির দল ফ্ল্যাট সম্বল
শীতঅম্বলে সাজছে কম্বল।