মেঘের শব্দ শুনতে পাচ্ছো না!
এখন এসি চালিয়ে খেলা দেখায় মত্ত!
আর কতকাল মানুষের দল
সুবিধা ভোগে খুরছো মৃত্যুর গর্ত।
একবার দেখো, বৃষ্টি এসেছে
একবার দেখো, হেসেছে গাছের দল
সবুজ আভায় জেগেছে জীবন
টাকা দিলেই সব কিছু হয় না, প্লাবন।
একবার রাজনীতি ছেড়ে ঘুরে তাকাও
চায়ের কাপেতেও চুমুরা লেগে থাকে
এখনও আপন মানুষটা তোমাদের আগলে রাখে।
মেঘের গর্জন শুনতে পাচ্ছো না,
ভোটে কে জিতবে সেই নিয়ে অহংকার
কিছু দিতে পারছো, আমাদের শোষণ করেই
এর পরেও বলবে চৌত্রিশের কাসুন্দীর ঝংকার!
পরিবর্তন মানুষের না হলেও
সময় বদলে নেবে সময়ের টানে,
আবার শ্রমজীবীদের হুঙ্কার উঠবে
আবার সৃজন লিখবে কাব্য গানে।