নেমে আসছে সূর্য কাল
চাঁদ পাহাড়ের শীতগন্ধ
স্পষ্টতর হবে, কিছু পর।

আলো জীবন সাময়িক ,
প্যারাগ্লায়িডিং রোমহর্ষক
সংসারের সিঁথি রেখায়
স্বপ্ন বাস্তব অনস্বীকার্য।

বড্ড নাগরিক সময়
ধীরে ধীরে এ পৃথিবীর
মায়া ডানা বেয়ে
কেবল জল রং হবে।