রাখব রাখব করে হয়নি কথা রাখা
লিখেই চলেছি রোজ মায়া, হাসি মাখা।

মাতৃগর্ভের ছন্দ উপন্যাস আজও না-লেখা
অনুশীলনের গন্ধে আজীবন ভালো থাকা।

জন্ম মানুষ, আঁতুড় গন্ধ, জেগেছে উড়ান
বলছে সময় এবার হবই যে আগুয়ান।

কত কথাই বাঁধা পড়ে, অজানার স্রোতে
ঠিক হবেই সব, আশা বাঁচে এই ঠোঁটে।

কত কথা রাখব বলেও রাখিনি আজও
সকাল হচ্ছে শহরে, ঘুমহীন কাজও।

দুপুর নামছে ডাবজল, লস্যি, আখ জল
রাত নিয়নে কল্পগল্পই হয়ে থাক সম্বল।

একই কথা বলছি, বয়স যাচ্ছে বেড়ে
চলে যাওয়ার আগে কাজ যাব সেড়ে...