এখানে বয়স দশ, জানে কেবল মহাকাল
কষ্ট সুখের মাঝেই, চিনেছি তোমায় বহুকাল।
হাসছে সময়, স্রোতের মতোই সত্য,
বকুনি তোমার প্রত্যহ, জীবনকালীন পথ্য।
ওষুধের যুগেও - অমৃত কাস্টার্ড কেক,
তিস্তাকে সাক্ষী রেখে, করবই হ্যান্ডশেক।
তোমাকে চিনি বহুযুগ, দশ কেবলই সংখ্যা
সীতা হলেও উদ্ধারে রাম, পুষ্পা হেট লঙ্কা।
রিল বাজ হয়ে শার্মিলা ভাবি, প্রেমেতে ডুব
এত বাজে লিখি তাও দাও না, গাব গুব।
সবই মেনে নিয়েছ, পাগলামোগুলোই জীবন
একটা ছবি নেব, পোজ দাও, তুলব এবার প্লাবন।