চলে গেছে জীবন, উড়ে গেছে আয়ু
বেঁচে আছে সবুজ, এটুকুই তো বায়ু।
ফেলেছি সমস্তটুকু, রক্তহীন রক্তস্রোত
জীবন এমনই বড্ড কঠিন এ জগৎ।
রক্তহীন রক্তে, কাব্যহীন ছন্দরা বাঁচে
আজও শ্বাসপ্রাণ কবিতাতেই আছে।
মরে যাওয়ার আগে, চুপ থাকুক কষ্ট
অবুঝ মন, এসব পড়েই মাথা যে নষ্ট।