শব চলে যাওয়ার পর সবটুকু জল দিয়ে
ধুঁয়ে দিয়েছে বালতিমুখ।
কোন চিহ্ন নেই,
শিরদাঁড়ার ছায়ারা দিনমজুরের রুটিতে
খুঁজে নিয়েছে হাসির পুজো।
কিছু কাজ, বন্যার মতো মানুষের মশাল
সব মিলে মিশে যাচ্ছে বিদ্যুৎচুল্লিতে।
একটু আগেই সব কাজ মিটেছে
ধুলো বালির মতোই অস্থি ভেসেছে জলে
আজ আমি ইতিহাস সময়টুকুই কথা বলে।
বাদ্দিতে বাজছে সুখ, অসুরও বেজায় খুশি
বাঙালি আসলে হুজুগে, দুর্গারাও ম্যাওপুষি।