ছোটো ছোটো বড়ো খবর আসছে,
খবর বড়ো থেকে বড়ো
আকাশচুম্বী উচ্চতার রেশ
ছড়িয়ে যাচ্ছে জীবন জুড়ে।
এগিয়ে চলেছি,
ক্রমশ ভ্রাম্যমান বাঙালির মতো
আশার আলো নিয়ে বাঁচতে চাইছি।
খবর তারপরেও আসছে
গ্রাস করছে সমস্ত অস্তিত্বটুকু,
ধীরে ধীরে সন্ধ্যা রাত, রাতের উল্কা বৃষ্টি
আমার শরীর ভাসিয়ে দিচ্ছে।
এর পর আর কী বাকি থাকে
এক জীবন, দুই জীবন, অনেক জীবনে...
খবর আসছে, মৃত্যুর সাথে সাথে
জন্মাচ্ছে প্রতিবাদ।
প্রতিবাদী শৈশব দেখতে পাচ্ছে বৃক্ষছায়া
একদিন দুর্গা হয়তো অসুরকে নিশ্চিহ্ন করে দেবে
অপেক্ষা, আরও অবক্ষয়ের
আরও অমানিশার।
অনেকটা অন্ধকার না নামলে
আকাশসূর্য, ফরসাস্বপ্ন দেখা যায় না,
খবর আসছে, এবার হয়তো
জন্মাবে নতুন খবর
শাস্তি পাবে সমাজ, সামাজিক মানুষসূত্র।