আস্তাবলে যীশু শুয়ে আছে,
একবার সেই সৎ হৃদয়
পূর্ণ প্রাণ,
জাগরিত চোখের স্পর্শে
পবিত্রতার গীর্জা ঘন্টা
না শুনলে বুঝতেই পারবে না
কতটা ভুল করেই চলেছি আমরা।
নিজের জন্য সাজানোর সংসারে
লুকিয়ে রাখছি কবিতার ধ্বনি।
ওদিকে আস্তাবল,
কেবলই আস্তাবল নয়
মানুষের ভবিষ্যৎ।
মানুষের আশীর্বাদ।