অনেক কাজ বাকি।
ঐ যে পাহাড় সূর্য
এখনও দেখা হয়নি তার আসল কান্নাগুলো।
প্রকৃতির সৌন্দর্য্য নিয়ে
তোমরা আগ পিছ খেলছো।
খেলতেই থাকো জ্যোৎস্না আর অমাবস্যায়।
কবিতার মতো কিছু শব্দ নিয়ে
জাগলারি করতে করতে
সূচিপত্রের সামনে এসে দাঁড়িয়েছ।
কখনও ভাবোনি, তোমরা জন্মাওনি মানুষ হয়ে।
মানুষ হওয়ার ইচ্ছারা অনেক কঠিন, অনেকটা বাস্তব।