চলো যাওয়া যাক
দূর কানন পেরিয়ে
শিমুল বাউল গন্ধে
যাওয়া যাক।

অনন্যসিদ্ধ জীবন জেগে উঠবেই
ব্যর্থ পরিহাসের মাঝে।