মাছটা মরে যাওয়ার পর বুঝলাম
অনেক আগেই আমার মৃত্যু হয়েছে।

তবু প্রতিদিন বেঁচে থাকার চেষ্টায়
জেগে উঠছি বৃষ্টিকান্না বুকে জড়িয়ে।

না ভালোবেসেই তুমি ভালোবাসা ছেড়েছিলে...