মাছের ঘর ডানা বেঁধেছে
মনের ভিতর।
সাঁতার দিয়ে চলেছি।
উত্তরণের।

এসো বেঁচে থাকি
সমুদ্রে।

আদিগন্ত আশায়।