দীর্ঘকান্নার সূত্রতা ভেসে আছে
বৃষ্টিধূসর দেওয়াল ও বিড়ালের ঠোঁটে।
মাছহীন এক শহর, হাঁটছে মাছের আশায়।
মাছ এলে রান্না হবে, খাবে বাঙালি পেট
মুখের হাসিতে গোফ লেগে থাকবে
রবিবার দুপুরে নেতাজির ঘোড়ায় চাপা
অহংকারের শহরে পরি উড়বে ইংল্যান্ডে...
কিছু হয় না, কোন সমাধানসূত্র নেই
যুক্তি আছে, কিন্তু কে সমস্যা বুঝবে
সেই বিড়ালের পায়ে তো হাওয়াই চটি।
যেমন মানুষের চোখ কবিতা বোঝে না
তেমন ধর্ষণকারীরা মা শব্দের মানে জানে না।
বাঙালি বড্ড বোকা, শাসক বড্ড চালাক।
শাসক জানে না এই মাছের মিছিলে
একদিন তাকেও হাঁটতে হবে।
কিচ্ছু প্রমাণ করার জন্য নয়
সেই হেঁটে চলা কেবলই খাদ্যের জন্য।
লুকিয়ে রাখা খাদ্য, শিক্ষি আর বাসস্থান
একদিন তাদেরও দরকার হবে,
চড়কার সুতো একদিন চাঁদ স্পর্শ করবে
নেমে আসবে রাজপথে মাছেদের দল
বৃষ্টিহীন চোখের সামনে তখন জল জল
আর কেবলই শূন্যতাই সম্বল।