ভাতের মূল্য বোঝেনি সময় রাজা
রাজনীতি করে বলে ব্যান্ড বাজা।
জেগে আছে জীবন সুবর্ণ মরু যুগে
ভিক্ষাই শিক্ষা মেনেছে এ হুজুগে।
টাকা পেলেই লুটোপুটি ও সুখে।