এখন প্রাণ মন খুলে বলেদি
ভালোলাগেনি তোমায়।

অথচ সেদিন
তোমাকে সামনে পেয়েও
হেসেছিলাম।
হেসেইছিলাম।

কিচ্ছুটি বলিনি।
খুব খুব খুব ভালো লেগেছিল।
ভালোটিই লেগেছিল।