জিত ফিরে আসে, প্রতীক্ষার শেষে
ঠান্ডা রাখা মাথা ফেরে ভালোবেসে।
অনেক উত্তেজনা দরজা জানলায়
বুকের ভিতর সমুদ্রের ওঠানামায়...
তোমার সুখ হাসি, ঠোঁটের রোদ্দুর
আজও নীল প্রেমেরই সমুদ্দুর।
যুদ্ধ জেতা রয়েছে বাকী আজও নীরবে
জানি, তুমি লাল চাদরে পাশেই দাঁড়াবে।