ফেরাতে হাল, আসবে লাল
চুপ কবিরা, আনবেই সকাল
আলো নিভে যায় না চাঁদ দিন
সূর্য বিদেশেও অন্যরকম রঙিন
মুখ ফিরিয়ে চলে যায় স্মৃতিদল
আশাটুকু বেঁচে থাকা, জীবন সম্বল।