কিছুক্ষণ অপেক্ষা করলাম।
কিছুক্ষণ।
এরপর নিজেই এগিয়ে গেলাম।
গাছটায় জল দরকার।
সামনেই পুকুর।
জল আনতে গেলাম।
কষ্টসাধ্যকর।
জল নিয়ে এসে গাছেও দিলাম।
কিন্তু তখন জ্যোৎস্না শিশির
পায়ের পাতা ভিজিয়ে দিচ্ছে।
দূরের পদ্মচিহ্ন বদলাচ্ছে আলপনার লক্ষ্মী পায়ে।