কুয়াশার মাঝেই সকাল নামছে
আমার আপনার এই দুনিয়াতে।
কবিতার দুনিয়া।
এখানে মাছ ভাত নয়,
কিছু শব্দ, শব্দের কোলাহল
কিছু মানুষের পাশে দাঁড়ানো
এগিয়ে চলা নদী স্রোত
আর শরীর ভালো না থাকার
দৈনন্দিন ডায়েরি জেগে আছে।

সকাল নামছে,
সকাল।

সকাল আসলে নামে না
আমরা ভালো থাকার প্রলোভনে
নামিয়ে আনি।

অনেকজনকে গালাগাল করে
নিজে ভালো থাকি।

ভালো থাকার চেষ্টা করি,
আসলে কিছু জীবন
কখনই ভালো থাকে না,
টেনে নিয়ে যেতে হয়
অন্যকে ছোট করে।