সূর্য অস্ত যাওয়ার আগে
একবার ফিরে তাকাই।
একবার মাত্র মিলিয়ে নিতে চাই
এই নির্জনেও কুড়ি বছর পর
তুমি কী আমাকে চিন্তে পারলে!
পারোনি, পেরেও পারোনি,
চাইলেই কথা বলতে পারতে,
শরৎচন্দ্রের বাড়িতে এসে
তোমার সাথে এমন করে
দেখা হয়ে যাবে, বুঝতে পারেনি।
যেমন অস্ট্রেলিয়াকে হারাতে পারলাম না
তেমনি তুমিও চিন্তে পারলে না।
নাহ্ আমি রূপনারায়ণের তীরে দাঁড়িয়ে
একবারও কাঁদিনি।
আমার কান্না পায় না আর
অনেক রাগ হয়,
কেমন অদ্ভুত দ্যাখো
আজও রাগ হয়, কেবল তোমারই উপরে।
নিজের উপর হাসিও পায়
দুঃখও হয়,
অতীত আঁকড়ে কেমন বেঁচে আছি
এই কুড়ি বছর পরও।