মেলাতে বৃষ্টি নামে
তখন পুকুর পাড়ে লোকজন নেই
বাসন মাজা হয়ে গ্যাছে রমাদির।
সে চলে গ্যাছে সময়ের আগেই।
বৃষ্টি নামছে।
এখন আর কচু পাতা নিয়ে
ভিজতে পারি না,
ডাক্তার বলেছে ফুসফুসে কান্সার
ধূমপানের ফলাফল,
চোট্টামোর ফলাফল,
ঘুষ খাওয়ার হুশ ফেরা।
বৃষ্টি নামছে মেলাতে।
এই মেলা রোজই বসে
তবে আজ নিশ্চুপ,
কাকের দল আগেই মুখ লুকিয়েছে।
কেবল গেলিস দাঁড়িয়ে আছে
শুভজীবন বলবে বলে।