দীর্ঘপথ নানা গাছপালা, বরফ ঠান্ডা।
অসুবিধা হচ্ছে না,
স্বর্গের মতো স্বপ্নরা
জেগে উঠছে বুকের ভিতর
ভালোবাসার ফুল হয়ে।
ঐ যে তুমি আপেল হাতে
ছবি তুলতে চাইছ
সে সব ছবি কী
অনেক কাল আগে
অন্য জন্মে তুলে রাখোনি!
কাশ্মীরের সীমারেখা
ভারত পাকিস্তান যুদ্ধ
রেষারেষি এসব পেরিয়ে
সেদিন তুমি লড়াই করেছিলে।
এখনও সে বারুদ গন্ধ
এ জন্মে তীব্র।
প্রচন্ডরকম স্পষ্ট।