বরফ জ্যোৎস্নায় ভূস্বর্গ লেগেছে আজ,
মুক্তো স্মৃতির মতো বরফের দল
বুঝিয়ে দিচ্ছে ফেলে আসা জীবন
জেগে থাকা অস্তিত্ব।

আমরা কেন ভেসেছি
কেন ভেসে যাই
ভুল কুয়াশায়?

শীত তো অন্তরে
জাগ্রত কুয়াশার
অন্তস্থলে।