শুকিয়ে যাওয়া স্মৃতিতে
কেশর লেগেছে সুখ মুহূর্তে।
ঘুমিয়ে আছি, নদীর মতো
ডাল লেকের গভীর জলে,
শীতল হচ্ছে প্রাণ।


মানুষ জন্মে প্রাণ নয়
কতগুলো ইচ্ছা লেগে থাকে
সুখ তো কেবল অপহৃত নমুনা