অপেক্ষা, গভীররাতকে
জানিয়ে দেয়, বিচ্ছিন্নবাদের গল্প
এখন ভ্রমণ পিপাসা
যুদ্ধহীন ভালোবাসা অল্প স্বল্প।
রক্ত তবু লেগে
ভারতবর্ষের বুকে,
এখন ভূস্বর্গ দর্শন
রয়েছি সে সব সুখে।
রাস্তা যেমনই হোক
আমরা দৃঢ় খাওয়া ঘুমের মাঝে,
জীবন বাঙালিয়ানা
সরষে পায়ে নয় স্বপ্নে লেগেছে।