দ্রুত পেরিয়ে যাচ্ছে
নিজস্ব প্রতিমূর্তি,
কতবার জেগে ওঠে জীবন
চলার পথে, বোঝার পথে?

ধীরে ধীরে জেগে ওঠে
অনিশ্চিত ভবিষ্যৎ,

স্বপ্ন কেবল
জেগে থাকা বরফের মাঝে
ভূস্বর্গে।