ট্রেন চলেছে নিজ গতিতে
আমরা গুছিয়েছি ঘুম,
কখন ফিরব বাড়ি আমরা
বিশ্বকাপে ড্রয়িং রুম।
আমরা কী ফিরতে চাই
আমরা বলতে চাই কিছু?
স্মৃতি টেনে নিয়েছে অরণ্যে
নদী খেয়েছে দুঃখ পিছু পিছু।
হাজার হাজার লোক জমা হয়েছে
সবার গন্তব্য ভিন্ন,
মানুষ হতে চায় রাজা
কবিতা কে করে নিশ্চিহ্ন?