এখানে আলো, সেবা সহাবস্থান করে,
জীবন এমনই, বেঁচে থাকা এ সংসারে।
আদি কালেই জেগে থাকা ভাবাবেগ
জেগে ওঠে অন্তর থেকে সেই তদ্বেব।
দিয়েছি হিসেবে, পেয়েছি অনেকগুণ বেশি
আসলে মানুষের সুখ চরম ও ভিনদেশী।
শুধু রয়ে যায় নদীপথ চিহ্ন নিয়ে সমুদ্রজল
স্মৃতিটুকুই আজ বেঁচে থাকার একমাত্র সম্বল।