মৃত্যু এগিয়ে আসে বর্ষার আতুড়ঘরে
আমরা ভারতবর্ষ নই, ইন্ডিয়া মনশহরে।
মাটির গন্ধ নয়, কর্পোরেট হতে চাই রোজ
সব যদি ধ্বংস হয় অট্টালিকা সাপোজ।
অবদান কতটুকু রাখছি, রক্তদান ছাড়া
গাছ হীন কঠিন পৃথিবী, আসলে মাতৃহারা।
জীবন এমনই, কেউ ভগবান ভাবে জীবিত
রাম বাম যাই হোক তৃণমূলেই প্রভূত।
উন্নয়ন চায় এখন সকলে উপরে উপরে
খেতে না পাক, লোক ঠকানো সাবারে।
মূল্যহীন কঠিন পৃথিবী, কবিতাহীন প্রেম
ভালোবাসাহীন মানুষ, গেম সেম টু সেম।