কোথায় বৃষ্টি নামে
সব কী বোঝা যায়!
এই দ্যাখো হাসছি,
গণেশদাদাও হাসছে,
হাতে লাড্ডু,
উনি কী হাসছেন
উনি কী হাসেন!
বৃষ্টি বয়ে চলেছে খরস্রোতায়
স্রোতস্বিনী জীবনের অন্তরীক্ষে।
ধুমকেতু নামছে পৃথিবীতে
মনের গভীরে পাহাড়ের গুহায়
ঘুমিয়ে রয়েছি আমি।
ঘুমিয়েই আছি, মায়াময় নদীজ্যোৎস্নায়।