মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠে জল নেই, মানুষ নেই
তবু এক প্রাণ লুকিয়ে আছে।
সেই প্রাণ লোভ লালসায় রেগে লাল
লাল গ্রহে সে অনবরত লৌহের মতোই
উদ্দীপনায় দুষ্ট।
কোন কথা না ফলা মানুষটিকে
সেখানে মরার মতো ফেলে দেওয়া হয়েছে।
সে আর উঠে দাঁড়ায়নি।
অনেককাল শুয়ে থেকেছে মরার মতো।
মঙ্গলের সেই প্রাণীটি যখন তার সামনে এসে দাঁড়ালো
বুঝতে পারলো এর কথা ফলবেই।
সে জল চাইছে, সে বলছে এই মাটিতেই জল আছে।
মঙ্গলে জল আছে।