আলোচনার শেষে এসে দাঁড়াই
জীবনের পড়ন্ত বসন্তে।
বসন্তের রুক্ষ পাতা,
জমে থাকা বুকের পলাশ,
কোকিল ডাকা ভোরে
কেবলই শূন্যতা মাখা জীবন
জীর্ণ ভাবনা ও বিলাসিতা।
উত্তপ্ততার কাপ
ক্রমেই মৃত্যুর মতো
শীতল হয়।
সকালের কাজ শুরু হয়,
ফুল ফোটে
পুজোর আসনে শোভা পায়।
দিন জুড়ে কোকিল
চেঁচিয়ে চলে
বসন্তের পড়ন্ত আয়ু রোডে।
রোডটা সাড়ানো হয়েছে
ভোট সামনে।
ভোট ছবির সামনে দাঁড়ালেই
জন্ম ও মৃত্যু।
এ ব্যাগ মৃত্যুকে নিয়ে ফিরছে
জ্যান্ত পুরুষ কোকিল,
সন্ধ্যায় জাগবে বিলেতি প্রেম
আবার গেয়ে উঠবে কোকিল
কাকের মতো করে...