কবিতা বুকের ভিতর জেগে থাকা উত্তমার্ধ।

ডাকাতের লুঠের মতোই তীব্র সুখ,
গুপ্তধনের আবিষ্কারের জীবন
দীর্ঘ চুমুর নীরবতা
ভেদ করে বুকে এসে লাগে।

বাবার বানানো বাড়ি ভেঙে ফেলছে মিস্ত্রি।
ফ্ল্যাট তৈরি হবে মেঘ বৃষ্টি কুয়াশায়।

কবিতাকে পুড়িয়ে দিয়েছিল যে ধর্ষক
সেও ফিরে আসছে কবিতা লিখবে বলে।

ভাঙা বাড়ির ইঁট গড়ে তুলছে চা দোকান।

কবিতা নিয়ে আমি ফিরছি ধ্বংসের জীবনে,
আলো মাখবই অন্ধকার যাপনে
জীবন আসলে ছন্দময়।
খাওয়া, ঘুম, রোজগার ছাড়াও
কবিতা লেগে আছে স্বপ্নগন্ধে,
নীরবে, কবিতার হাটে।