ধীরে ধীরে জেগে ওঠে স্বপ্ন,
ঝড়ের সামনেই দক্ষ নাবিক
হাসি ফোঁটায় মৃত চোখেদের।

সকলে জেগে ওঠে,
ফিরবে উপকূলে কবিতারা।

মানুষের থেকে বড় কবি ও তারা
ব্রহ্মান্ডেও জন্মায়নি।